ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

এমবিবিএস’র পর ইন্টার্নশিপ ২ বছরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমবিবিএস’র পর ইন্টার্নশিপ ২ বছরের ছবি : পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রির পর ইন্টার্নশিপের সময়কাল ২ বছর করার কথা ভাবছে সরকার।

শনিবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।



নাসিম বলেন, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রির পর ২ বছর ইন্টার্নশিপ করতে হবে। এক বছর নিজের প্রতিষ্ঠানে ও আরেক বছর নিজ গ্রামে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বর্তমানে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রির পর এক বছর নিজ প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমএন/আরএম




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।