ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আইএম’এ সুবিধাজনক সময়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
আইএম’এ সুবিধাজনক সময়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছবি : প্রতীকী

ঢাকা: ব্যস্ত পেশাজীবীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ স্বাস্থ্যসেবা দিতে চালু হলো‘ ইব্রাহিম মেডিনেট প্রিমিয়ার সার্ভিসেস’ (আইএম)।

নিবন্ধনকৃত রোগীরা তাদের সুবিধাজনক সময়ে নিজের ও ঘনিষ্টজনদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।



নিবন্ধনকৃত রোগীদের ডায়াবেটিস ছাড়াও অন্যান্য অসংক্রামক রোগের বিশেষায়িত সেবা প্রদান করা হবে। এতে মোবাইল ফোনে ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ ছাড়াও ই-নেটওয়ার্কের মাধ্যমে সর্বক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন রোগীরা। মঙ্গলবার থেকে এই সার্ভিস উন্মুক্ত করা হয়েছে।

অনেক পেশাজীবী বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে বা হাসপাতালে ডায়াবেটিস সেবা নিলেও অধিকাংশ কেন্দ্রেই রোগীদের ফলো-আপ বা স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা নেই।

এসব বিষয় বিবেচনায় নিয়েই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহায়তায় আইএম সার্ভিস শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান।

বর্তমানে সারা দেশের প্রায় ৮৪ লক্ষ ডায়াবেটিক রোগী আছে বলে ধারণা করা হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বারডেম, এনএইচএন, এইচসিডিপি’র বিভিন্ন কেন্দ্র ছাড়াও সারা দেশে ৬১টি অধিভুক্ত, ৭টি সাব-অধিভুক্ত সমিতির মাধ্যমে ডায়াবেটিস সেবা বিস্তৃত করছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআই/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।