ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউতে অধ্যাপক ডা. মনছুর খলীল স্মরণে সভা

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএসএমএমইউতে অধ্যাপক ডা. মনছুর খলীল স্মরণে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রয়াত অধ্যাপক ডা. মনছুর খলীলের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এ সভার আয়োজন করে।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এবং সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন।

স্মরণ সভায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. একেএম সালেক, সোসাইটির সাধারণ সম্পাদক ডা. উত্তম কুমার পাল প্রমুখ অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অধ্যাপক ডা. মনছুর খলীল এনাটমিক্যাল সোসাইটির সম্মানিত সদস্য ও কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং এনাটমি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।