ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে মাদক বিরোধী মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য কার্যালয়ের উদ্যোগে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এ সব কর্মসূচি পালন করা হয়।



এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক সহকারী পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসানসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) চৌধুরী যোবায়ের আহাম্মেদ, কানসাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেনাউল ইসলাম, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল আলম ও কানসাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

সভা শেষে মাদক বিরোধী গণস্বাক্ষরতা অভিযানে বিভিন্ন স্তরের ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এএটি/আরএ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।