ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিস হাসপাতাল

দিনাজপুরে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
দিনাজপুরে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

দিনাজপুর: দিনাজপুর আঞ্চলিক ডায়াবেটিক হাসপাতালে লাগাতার ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগদান করেছেন চিকিৎসকরা।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ১৩ জন চিকিৎসক একসঙ্গে কাজে যোগদানের মধ্য দিয়ে এ ধর্মঘট প্রত্যাহার করেন।



এর আগে সকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর ৩-সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের বাসভন সংলগ্ন নাজমা রহিম ফাউন্ডেশনে চিকিৎসক ও কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক হয়।

বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে চিকিৎসকরা এ ধর্মঘট প্রত্যাহার করেন।

বেতন বৈষম্য দূর এবং প্রাইভেট প্রাকটিস বন্ধ না করার দাবিতে ২৪ জানুয়ারি থেকে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসকরা এ লাগাতার ধর্মঘট শুরু করেন। ধর্মঘটের ফলে অচল হয়ে পড়েছিলো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা।
 
হাজার হাজার রোগী চিকিৎসা সেবা না পেয়ে ফিরে গেছেন। পরে কমিটি ও চিকিৎসকদের মধ্যে সমঝোতা হলে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগদান করেন চিকিৎসকরা।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।