ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পিরোজপুরে প্রতিবন্ধীদের সেবায় মোবাইল থেরাপি ভ্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
পিরোজপুরে প্রতিবন্ধীদের সেবায় মোবাইল থেরাপি ভ্যান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে প্রতিবন্ধীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে মোবাইল থেরাপি ভ্যান চালু করা হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সার্কিট হাউজ প্রাঙ্গণে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ এ ভ্যানের উদ্বোধন করেন।



সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ‍সচিব এবং ডিডিএলজি মো. ঈদতাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিক হার রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. বেলায়েত হোসেন ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য জানান, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ভ্যানটিতে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি, হেয়ারিং টেস্ট, ভিজুয়াল টেস্ট, কাউন্সিলিং, সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সেবা বিনামূল্যে দেওয়া হবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে পিরোজপুরে ১৮ হাজার ৬০০ প্রতিবন্ধী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১০ হাজার ৪০০ জনের ডাটাবেজ তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।