ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বেসরকারি চিকিৎসা খাতে ব্যয় কমানোর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বেসরকারি চিকিৎসা খাতে ব্যয় কমানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় ক্যানসার ইনস্টিটিউটে বিশ্ব ক্যানসার দিবসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব পরীক্ষা (টেস্ট) সরকারি হাসপাতালে ১০ টাকা নেওয়া হয়। সেক্ষত্রে বেসরকারি হাসপাতাল ২০ বা ৪০ টাকা নিতে পারে। তাই বলে ১০০ টাকা নিতে পারে না।

এ সময় দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের চিকিৎসা সেবা খাতে অর্থ লগ্নি করার আহ্বানও জানান মোহাম্মদ নাসিম।

ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক মোয়াররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরে মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএন/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।