ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে শিশুদের ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বিএসএমএমইউ’তে শিশুদের ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশুদের ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এ্যালায়েড সায়েন্সস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ প্যাডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এর আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, পরিবেশগত কারণে দেশে ক্যান্সার রোগের প্রকোপ দ্রুত বাড়ছে। দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হলে শিশুদের জীবন বাঁচানো সম্ভব।

তিনি আরও বলেন, ক্লিনিক্যাল ডাটা সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে নিজস্ব পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হলে দেশের রোগীদের ক্ষেত্রে তা আশীর্বাদ হবে।

সেমিনার থেকে চিকিৎসার পাশাপাশি গবেষণায় গুরুত্ব দেওয়ার জন্য চিকিৎসকদের আহ্বান জানান তিনি।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামাল।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুরের সিনিয়র কনসালট্যান্ট ডা. এনসেলম লি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।