ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

প্রতীকী অনশনে রমেক ইন্টার্ন চিকিৎসকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
প্রতীকী অনশনে রমেক ইন্টার্ন চিকিৎসকরা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রংপুর: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল চত্বরে নিরাপত্তা জোরদারের দাবিতে প্রতীকী অনশন শুরু করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

একই সঙ্গে ০৮ এপ্রিল থেকে শুরু করা ধর্মঘটও অব্যাহত রেখেছেন তারা।

এরমধ্যে রোববার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে নতুন করে প্রতীকী অনশন শুরু করেন রমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আন্দোলনরত চিকিৎসকরা জানান, নিরাপত্তাসহ বিভিন্ন দাবি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তারা দাবি বাস্তবায়ন না করে শুধু আশ্বাস দিয়েছেন। এবারও সেই একই আশ্বাস দিচ্ছেন। কিন্তু দাবি বাস্তবায়ন না হলে তাদের ধর্মঘট চলবে।

এর পাশাপাশি প্রতীকী অনশনও চলবে বলে জানান তারা।

এদিকে ধর্মঘটের বিষয় নিয়ে শনিবার (০৯ এপ্রিল) দফায় দফায় সমঝোতা বৈঠকের পরও কোনো  সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ।

বৈঠকে আন্দোলনকারীদের সব প্রস্তাব মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিফাত হোসেন বাংলানিউজকে বলেন, আমরা অযৌক্তিক কোনো দাবি করছি না। আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোনো আশ্বাসই বাস্তবায়ন করা হয় না। না।

‘এবার দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাবো,’ যোগ করেন তিনি।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে শুক্রবার রাত থেকে রমেক হাসপাতালে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ রোগীরা।
 
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিষয়টি নিয়ে ফের আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. অ স ম বরকতুল্লাহ বাংলানিউজকে বলেন, চিকিৎসকদের দাবি দাওয়া নিয়ে উচ্চ মহলে কথা হচ্ছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

এর আগে সুমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে মারধর করে নগদ অর্থসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে।   এ ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও জড়িতদের গ্রেফতারসহ ৫ দফা দাবিতে শুক্রবার দুপুর থেকে ধর্মঘট করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আরএইচএস/এমএ

** ইন্টার্ন চিকিৎসক ধর্মঘটে অচল রমেক
** রমেকে দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে, আটক ১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।