ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সাধারণ ওয়ার্ডে কাজ শুরু করেননি রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
সাধারণ ওয়ার্ডে কাজ শুরু করেননি রামেকের ইন্টার্ন চিকিৎসকরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাতে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিলেও শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত স্বাভাবিক চিকিৎসার কাজ শুরু করেননি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

তাই রামেক হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি।

ইন্টার্ণ চিকিৎসকরা জরুরি সেবা দিলেও সাধারণ ওয়ার্ডে তারা কাজ করছেন না। জরুরি ওয়ার্ড এবং যেসব ওয়ার্ডে রোগী ভর্তি নেওয়া হচ্ছে শুধুমাত্র সেসব ওয়ার্ডে সেবা দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে অন্য ওয়ার্ডের রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল পরিচালকের সাথে আবারো বৈঠকে বসেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৈঠকের পর তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। একই সঙ্গে বেলা ২টায় রামেক হাসপাতালের পরিচালক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের আহ্বায়ক হৃদয় খান জানান, তাদের পাঁচদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তারা কাজে যোগদান করবেন না।

শুক্রবার তাদের দু’টি দাবি পূরণ হওয়ায় তারা ইমার্জেন্সি ওয়ার্ড ও যেসব ওয়ার্ডে রোগী ভর্তি করা হচ্ছে সেগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছেন। পরিচালকের সঙ্গে বৈঠকের পর তারা কাজে যোগদান করার সিদ্ধান্ত নেবেন বলে জানান।

এর আগে গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখায় কর্মকর্তা সিবিএ নেতা ও রাজশাহী মহানগর শ্রমিক লীগের সহসভাপতি মোশাররফ হোসেন খানের মৃত্যু হলে নিহতের স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের উপর চড়াও হন। এ নিয়ে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।