ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ বহির্বিভাগে থ্যালাসেমিয়া সেন্টার উদ্বোধন

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ৮, ২০১৬
বিএসএমএমইউ বহির্বিভাগে থ্যালাসেমিয়া সেন্টার উদ্বোধন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ ১ নম্বর ভবনে সমন্বিত সেবা সম্বলিত পূর্ণাঙ্গ থ্যালাসেমিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেতরে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কামরুল হাসান খান বলেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত রোগ। বিয়ের আগে পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষার মাধ্যমে এ রোগের বাহক সনাক্ত করে সহজে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা যায়। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। রোগটি জন্মগত হলেও সঠিক চিকিৎসা পেলে রোগীরা স্বাভাবিক জীবন-যাপন করতে পারেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল।

আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রি‍. জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জলিলুর রহমান, অধ্যাপক ডা. এবিএম ইউনুস প্রমুখ।

থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। যাতে রক্তশূন্যতা হয়। বাংলাদেশে এক কোটির বেশি মানুষ এ রোগের বাহক। প্রতি বছর প্রায় সাড়ে ৭ হাজার নবজাতাক এ রোগ নিয়ে জন্ম নেয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।