ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দাবি আদায়ে বগুড়ায় বিএমটিপিএসএ শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬
দাবি আদায়ে বগুড়ায় বিএমটিপিএসএ শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া: দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (বিএমটিপিএসএ) শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


 
কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক মো. জসিম উদ্দিন জনি, সদস্য সচিব মো. হেদায়েতুল ইসলাম শিবলীসহ বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত ‘অবৈধ’ ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স পরিচালনা অবিলম্বে বন্ধ করতে হবে, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অভিন্ন নীতিমালা প্রণয়ন করে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স পরিচালনা করতে হবে।

সবমিলে তাদের দশ দফা দাবি দ্রুত মেনে নিয়ে বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।    
 
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।