ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

৩ ঘণ্টা পর রাস্তা ছাড়লেন নার্সরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
৩ ঘণ্টা পর রাস্তা ছাড়লেন নার্সরা ছবি: মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলনরত নার্সরা রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছেন।

সোমবার (৩০ মে) দুপুর থেকে বেকার নার্সেস অ্যাসোসিয়েশিনের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন।

প্রায় তিন ঘণ্টা অবরোধ শেষে বেলা পাঁচটার দিকে অবরোধ তুলে নেন তারা। অবরোধের কারণে প্রেসক্লাব, পল্টন, মতিঝিলসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এর আগে ব্যাচ মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে নার্সরা টানা ২৮ দিন আন্দোলন করার পর ১ মে সকাল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নার্স নেতাদের ডেকে তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ৩০, ২০১৬
একে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।