ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
বরিশালে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

বিভাগীয় তদন্ত সাপেক্ষে ওই এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসের ভিত্তিতে বুধবার (১৫ জুন) দুপুর একটার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

শের-ই-বাংলা হাসপাতালের পরিচালক ডা. এস.এম সিরাজুল ইসলাম জানান, কলেজ ও পুলিশ প্রশাসন এবং ধর্মঘট ডাকা শিক্ষানবিশ চিকিৎসকদের মধ্যে সভা হয়।

সভায় পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন।

শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি অনুযায়ী পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানার উপ পরিদর্শক মনোজ কুমার সরকারের ক্ষমা চাওয়া প্রসঙ্গে সভায় জানানো হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাইরে ক্ষমা চাওয়ার বিধান নেই।

তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তাকে থানা থেকে ক্লোজড করা হয়েছে।

আলোচনা সন্তোষজনক হওয়ায় শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে জানান শেবাচিম হাসপাতালের পরিচালক।

**শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি চতুর্থ দিনে

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।