ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গাংনীতে ৩০০ গর্ভবতীর মধ্যে সহায়তা উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১৬
গাংনীতে ৩০০ গর্ভবতীর মধ্যে সহায়তা উপকরণ বিতরণ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভার ভাতাভোগী ৩০০ গর্ভবতী মায়েদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ জুন) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ এ কর্মসূচি উদ্বোধন করেন।

কর্মজীবী ল্যাপ্টেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেডিকেল কর্মকর্তা এসএম নাসিমুজ্জামান ও স্বাস্থ্য সহকারী কোহিনুর বেগম। এসময় অনেকের মধ্যে মহিলা বিষয়ক অফিসের সেলাই প্রশিক্ষক আরিফা খাতুন ও পুর্ণভবা মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী রাজিয়া এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩০০ জন ভাতাভোগী গর্ভবতী মায়ের মধ্যে একটি করে লাইফবয় সাবান, চারটি ওরস্যালাইন ও একটি করে কেক বিতরণ করা হয়। এছাড়া এসময় বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।