ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

‘স্বাস্থ্যসম্মত খাবার, সুস্থ আমরা’

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
‘স্বাস্থ্যসম্মত খাবার, সুস্থ আমরা’ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘স্বাস্থ্যসম্মত খাবার, সুস্থ আমরা’ শীর্ষক স্লোগানে ঢাকার স্ট্রিট ফুড কোর্টগুলোতে প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। কেবল খাবার পরিচ্ছন্নতার স্লোগান নয়, কীভাবে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা যায় সেটাও হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়েছে এ প্রচারাভিযানে।

এসময়  স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য বিনামূল্যে বিতরণ করা হয় কয়েকশ’ হাতের গ্লাভস, টি-শার্ট, অ্যাপ্রোন ও ক্যাপ।

ঢাকার স্ট্রিট ফুডের জন্য জনপ্রিয় বেইলী রোড, বনানী, গুলশানে প্রচারাভিযানটি চালায় পর্যটন করপোরেশন। ৬ জুন থেকে শুরু হয়ে এ প্রচারাভিযান শেষ হয় বুধবার (২২ জুন)।

প্রথমদিকে ইফতার সামগ্রী প্রস্তুতকারী ও বিক্রেতাদের নিয়ে প্র‌শিক্ষণ দেন পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল ট্রেনিং ট্যুরিজম ইনস্টিটিউটের উর্ধ্বতন প্রশিক্ষণ কর্মকর্তা জাহিদা বেগম ও মো. সরওয়ার উদ্দিন। এরপরই শুরু হয় প্রচারাভিযান ও নিরাপদ খাদ্য প্রস্তুতির সামগ্রী বিতরণ। ধারাবাহিকভাবে প্রথমে বেইলী রোড এবং পরে বনানী, গুলশান হয়ে মহাখালীতে শেষ হয় প্রচারাভিযান।
 
পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল ট্রেনিং ট্যুরিজম ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ আহমেদ চৌধুরী বাংলনিউজকে জানান, প্রতি বছরের রমজানে ঢাকার হোটেল রেস্টুরেন্টগুলোতে ইফতার সামগ্রী প্রস্তুত করে বিক্রি করা হয়। প্রচুর লোকজন এসব ইফতার কিনে নেন। কিন্তু ইফতার সামগ্রী প্রস্তুতির ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্বাস্থগুণ বজায় রাখার ব্যাপারে দক্ষতার অভাব ছিলো অনেকের।

এজন্য ঢাকার যেসব রাস্তার পাশে বেশি খাবার সামগ্রী বিক্রি হয় সেসব স্থান ঠিক করে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপর এই খাবার তৈরি প্রক্রিয়ায় জড়িত হোটেল শ্রমিকদের মধ্যে বিনামূল্যে হাতের গ্লাভস, টি-শার্ট, অ্যাপ্রোন ও ক্যাপ বিতরণ করা হয়।

গত বছরের রমজান মাসে পর্যটন করপোরেশন এ উদ্যোগ নিয়েছিলো। তারই ধারাবাহিকতায় এ বছর আরও ব্যাপকভাবে এ প্রচারাভিযান চালানো হলো বলে জানান পারভেজ আহমেদ চৌধুরী।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গত ১৬ জুন বেইলী রোডে প্রচারাভিযানে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।  

সেসময় বলেন, দেশে পর্যটন বিকাশের ক্ষেত্রে স্ট্রিট ফুডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিদেশের মানুষ কোনো দেশে গেলে ওই দেশের স্ট্রিট ফুড যাচাই করে দেখেন। বাংলাদেশে স্ট্রিড ফুডের জন্য বেইলী রোড, বনানীসহ অন্যান্য স্থানগুলো খুব পরিচিত। এজন্য এসব স্থানের খাবার পরিবেশনে পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।