ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নোয়াখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৫ লাখ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
নোয়াখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৫ লাখ শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর নয়টি উপজেলার প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১৬ জুলাই)।

 

এ উপলক্ষে বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুল হক জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, কোম্পানীগঞ্জ, হাতিয়া, কবিরহাট, সোনাইমুড়ি, সূবর্ণচরসহ নয়টি উপজেলা ও নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভায় এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

তিনি আরো জানান, নোয়াখালী জেলায় মোট ৯১টি ইউনিয়নের দুই হাজার ৩৮৯টি কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী ৫০ হাজার ৯৯৮টি শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৫০ হাজার ২৮২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এএনজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।