ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
রংপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের  উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে রংপুর সিটি করপোরেশনের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।

ক্যাম্পেইন উপলক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৮৯১জন স্বেচ্ছাসেবীর অতিরিক্ত ১১টি ভ্রাম্যমাণ টিম কাজ করছেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, আমাদের সিটিতে কার্যক্রমে ছয়মাস থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার শিশুকে নীল রং ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ছয় হাজার ৪২৪ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পাবে ও তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডা. মোজাম্মেল হোসেন, মো. ফজলুল কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৯৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।