ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালক ব্রি.জে. হারুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালক ব্রি.জে. হারুন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন পরিচালক (হাসপাতাল) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ-আল-হারুন।

চলতি বছরের ০১ আগস্ট (সোমবার) নতুন দায়িত্ব বুঝে নেন তিনি।

বুধবার (০৩ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়ার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

গত ১৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বিএ-১০০৬১১ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-হারুনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্যে তার চাকরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
 
ব্রি.জে. হারুনের বাবার নাম আমিনুল বারী মিয়া ও মাতার নাম বেগম লুৎফুন্নেছা। ১৯৬৩ সালের ৩০ নভেম্বর সিরাজগঞ্জের জামতৈলে জন্ম নেওয়া হারুন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এফএমআই থেকে এমপিএইচ (পিএইচএ) ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন ১৯৮৮ সালের ৫ অক্টোবর। বর্তমান পদে পদোন্নতি পেয়েছেন ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি।

বিভিন্ন ইউনিটে স্টাফ হিসেবে দায়িত্ব পালন ছাড়াও কর্মজীবনে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন তিনি।

এছাড়া ব্রি. জে. হারুন ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত (ওকেপি-৫) কুয়েতে চাকরি করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমএন/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।