ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গাংনীতে অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
গাংনীতে অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যাগ্রস্থদের প্রতি যুব সংগঠনের দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে গাংনী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও গাংনী উপজেলা যুব উন্নয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ।  

কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান।

এতে বিশেষ অতিথি ছিলেন- গাংনী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিদায়ী উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আখতার ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মাসুদ আল হাসান নোবেল।

গাংনী উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন- গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, ওআরডি-এর নির্বাহী পরিচালক আবু হোসেন, সানঘাট পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক ওহিদুল ইসলাম মহিবুল, এইচআরডিপি সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, প্রচার যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া খানম।  

কর্মশালায় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।