ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আজিমপুরে বিনামূল্যে চক্ষুসেবা ৩ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
আজিমপুরে বিনামূল্যে চক্ষুসেবা ৩ সেপ্টেম্বর ছবি: সংগৃহীত

ঢাকা: মানবতার সেবায় এবার এগিয়ে এসেছে আজিমপুর বয়েজ ক্লাব। আমেরিকান আই হসপিটালের সহযোগিতায় সংগঠনটি আয়োজন করছে বিনামূল্যে চক্ষুসেবা।



আজিমপুর বয়েজ ক্লাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর (শনিবার) ৪৮/২, আজিমপুর রোডে ‘আজিমপুর স্টেট জনকল্যাণ সমিতি’ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চক্ষুশিবির অনুষ্ঠিত হবে।

এসময় যেকোনো ব্যক্তি বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।