ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চাঁদপুরে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
চাঁদপুরে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা মোড়ে চাঁদপুরজমিন হাসপাতালে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা দেন লিভার রোগ বিশেষজ্ঞ ডা. মো. খোরশেদ আলম।

সকাল থেকেই হাসপাতাল সংলগ্ন গ্রামাঞ্চলের গরিব রোগীরা চিকিৎসা নিতে আসেন। ২০১৫ সালের ডিসেম্বর মাসে হাসপাতালটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে চিকিৎসা বঞ্চিত মানুষকে সেবা দিয়ে আসছে।  

যারা বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসগণ হলেন, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ঢাকার বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. জেবুন নাহার, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভূঁইয়া, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মোজাম্মেল হক, চাঁদপুরের প্রবীন চিকিৎসক ডা. একিউ রুহুল আমিন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপনসহ আরো বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন জানান, সুবিধা বঞ্চিত মানুষের সেবার জন্য প্রতিমাসে এই হাসাপতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।