ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসাসেবায় উন্নতিতেই দেশের উন্নতি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
চিকিৎসাসেবায় উন্নতিতেই দেশের উন্নতি সংগৃহীত

ঢাকা: চিকিৎসাসেবার মাধ্যমে মানুষকে সুস্থ-সবল করতে পারলে দেশের উন্নতি হবে। পাশাপাশি দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ উৎখাত করে গড়তে হবে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ।

বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীমের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনএফ সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এসএম আবুল কালাম আজাদ এমপি।

প্রধান আলোচক ছিলেন ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ।

আবুল কালাম আজাদ বলেন, জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহীম বাংলাদেশের মানুষকে চিকিৎসার মাধ্যমে সুস্থ দেখতে চেয়েছিলেন। তাই তিনি বারডেম হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। আজ বারডেম বাংলাদেশের অন্যতম সেরা হাসপাতালে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত পরিবেশের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী প্রমুখ।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এমএ সালাম খান, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা আসম মোস্তফা কামাল, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকনউদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি আলমগীর শেখ, লোকশক্তি পার্টির সভাপতি শাহিকুল আলম টিটু, প্রকৌশলী রেদুয়ান আহমেদ, বিএনএ কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক টিপু মীর, লাভলী বেগম প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।