ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আবারও পপুলার, মেডিনোভাসহ চার হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আবারও পপুলার, মেডিনোভাসহ চার হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা

ঢাকা: মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে রোগ নির্ণয়ের অপরাধে পপুলার, মেডিনোভাসহ চারটি হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-২-এর পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনিস্টিটিউট হাসপাতালকে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরওয়ার বলেন, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে রোগ নির্ণয়সহ নানা অনিয়মের অপরাধে চার প্রতিষ্ঠানের ১১ জনকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এনএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।