ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

২০১৭ সালে মিলবে কালাজ্বর মুক্তের স্বীকৃতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
২০১৭ সালে মিলবে কালাজ্বর মুক্তের স্বীকৃতি

ঢাকা: বাংলাদেশ এখন টিটেনাসমুক্ত। আগামী বছর (২০১৭ সাল) কালাজ্বর মুক্তের স্বীকৃতিও মিলবে।

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।  

গত ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ এশীয় আঞ্চলিক অফিসে জাহিদ মালেকের কাছে টিটেনাস সংক্রমণ নির্মূলের সনদ হস্তান্তর করা হয়।

মা ও নবজাতকের টিটেনাস (এমএনটি) সংক্রমণ নির্মূলে সাফল্যের জন্য হু’র মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি অর্জন করে বাংলাদেশ।

প্রসবকালীন অপরিচ্ছন্নতা ও নাভি রজ্জুর যত্নের অভাবে মেটারনাল অ্যান্ড নিওনেটাল টিটেনাস (এমএনটি) প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। এতে মৃত্যুর হারও খুব বেশি। বিশেষ করে এ সময়ই টিটেনাসের বিস্তার ঘটে। তবে যথাযথ চিকিৎসা হলে টিটেনাসের ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়, জানান প্রতিমন্ত্রী।

স্বাস্থ্যকর পরিবেশে প্রসব এবং নাভি রজ্জুর যত্ন নেওয়া হলে ও মায়েদের টিটেনাসের ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে সহজেই এমএনটি প্রতিরোধ করা যায়। এটি সাশ্রয়ী ও অত্যন্ত কার্যকর।

এমএনটি প্রতিরোধে সাফল্যের জন্য হু’র সার্টিফিকেট গ্রহণের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, এমএনটি নির্মূল আমাদের জন্য একটি বিরাট সাফল্য।

জনস্বাস্থ্য নিশ্চিত ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য রোগের কারণে মা ও নবজাতকের মৃত্যু আরো কমিয়ে আনতে সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর বাংলাদেশ কালাজ্বর নির্মূলের স্বীকৃতিও পাবে। টানা তিন বছর একজনও কালাজ্বর রোগী না পেলে এ স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ ইতিমধ্যে ২ বছর পেরিয়েছে।  

এ সময় প্রতিমন্ত্রী অসংক্রামক ব্যাধি নিরসনে এবং অ্যান্টিবায়োটিক রেজিট্যান্স নিয়েও আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।