ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাগেরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
বাগেরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ জনের জরিমানা

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

তিনি বাংলানিউজকে জানান, দুপুরে দশানী এলাকায় অভিযান চালিয়ে ছাবেরা খানম, রেজাউল কবির ও মো. তারিকের মালিকানাধীন তিনটি ওষুধের দোকান থেকে ফিজিশিয়ান্স স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে মো. তারিককে ১০ হাজার টাকা এবং ছাবেরা ও রেজাউল কবিরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়:  ১৯০১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।