ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় তরুন প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
খুলনায় তরুন প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন

খুলনা: খুলনায় স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রস্তুতে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে চিহ্নিত ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী তরুণ প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তরুণ প্রজন্ম বাংলাদেশের প্রধান সমন্বয়ক জিহাদ আরিফের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রবিউল ইসলাম রবি।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- খুলনা নাগরিক সমাজের আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, জনউদ্দ্যোগের সম্বনয়কারী মহেন্দ্রনাথ সেন, সাংস্কৃতিক সংগঠক শরিফুল ইসলাম সেলিম,  বাংলাদেশ কৃষক সমিতির সংগঠক এস এম চন্দন, বৃহত্তর খুলনার উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতা মিজানুর রহমান বাবু, বেলার বিভাগীয় সম্বনয়কারী মাফুজুর রহমান মুকুল, ছাত্র নেতা জয়ন্ত মুখার্জী, সচেতন নাগরিক সমাজের আহবায়ক শাহ মো. অহিদুজ্জামান, অপচিকিৎসার শিকার সুমন, অ্যাডভোকেট আব্দুর রহিম সোহেল।
তরুণ প্রজন্ম বাংলাদেশের সদস্য জোবায়ের ইবনে দ্বীন জিহাদ, সাজ্জাদ হোসেন, তোফায়েল আহম্মেদ সৌরভ, সজিব শাহারিয়ার, রবিন হোসেন, সাব্বির রহমান প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তারা ভেজাল ওষুধ তৈরির ঘটনায় উদ্ধেগ প্রকাশ করে বলেন, জীবন রক্ষাকারী ওষুধে অনিয়ম কোনো সভ্য দেশে কোনভাবেই কাঙ্খিত হতে পারেনা। তারা বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ, সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির দাবি জানান।

বক্তারা ভেজাল ওষুধ তৈরির ব্যাপারে প্রশাসনের নিয়মিত অভিযান জোরদার করার দাবিও  জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।