ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর

ঢাকা: ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির আবেদন আগামী ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে।

সোমবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আবেদনকারীদের মধ্য থেকে মেধা তালিকা আগামী ২৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

১ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১০ নভেম্বর প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনালসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।