ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

এশিয়া প্যাসিফিক হিউমেন রিসোর্সেস ফর হেলথের সভাপতি ড. মোশতাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
এশিয়া প্যাসিফিক হিউমেন রিসোর্সেস ফর হেলথের সভাপতি ড. মোশতাক

ঢাকা: বেসরকারি সংস্থা ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ড. মোশতাক চৌধুরী এশিয়া প্যাসিফিক অ্যাকশন অ্যালায়েন্স অন হিউমেন রিসোর্সেস ফর হেলথ-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

প্রথম বাংলাদেশি হিসেবে ড. মোশতাক এ মর্যাদা লাভ করলেন।

তার আগে এ পদে ছিলেন ফিলিপাইনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. ম্যানুয়েল এম ডেইরিট।

সম্প্রতি কলম্বোয় অনুষ্ঠিত এ জোটের ৯ম কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

ড. মোশতাক চৌধুরী যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিরও ভিজিটিং প্রফেসর।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের চাহিদানুযায়ী কর্মপরিকল্পনা শক্তিশালীকরণ ও স্বাস্থ্যকর্মীদের কর্মকৌশল উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে এ জোট কাজ করে থাকে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ জোটের বর্তমান সদস্য সংখ্যা ১৭।

সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- বাংলাদেশ, পাপুয়া নিউগিনি, ভুটান, কম্বোডিয়া, চীন, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, সামোয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। জোটের সহযোগী হিসেবে রয়েছে বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএসএআইডি, জাইকা এবং রকফেলার ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।