ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নেত্রকোনায় ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে শতাধিক মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
নেত্রকোনায় ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে শতাধিক মানুষ

নেত্রকোনায় শীতের শুরুতেই ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু।

নেত্রকোনা: নেত্রকোনায় শীতের শুরুতেই ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদর হাসপাতালে ভর্তি হন এসব রোগী। তবে প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন অনেকে।

সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত নার্স স্বপ্না আক্তার বাংলানিউজকে জানান, ঠাণ্ডাজনিত রোগে বর্তমানে ২১ জন পুরুষ, ৫৩ জন নারী ও ২৬ শিশু ভর্তি রয়েছে।

এ বিষয়ে নেত্রকোনার ডেপুটি সিভিল সার্জন ডা. নিলোৎপল তালুকদার জানান, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বৈরী আবহাওয়াকে দায়ী করেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।