ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পিরিয়ডের ব্যথা কমাবে সুইস চকলেট!

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
পিরিয়ডের ব্যথা কমাবে সুইস চকলেট!

মাসিকের (পিরিয়ডের) ব্যথা মেয়েদের বেশ ভোগায়। কারো কারো ক্ষেত্রে ব্যাপারটা রীতিমতো অসহনীয়। কিন্তু এবার মুশকিল আসান হিসেবে আবির্ভূত হয়েছে সুইজারল্যান্ডে তৈরি নতুন এক ধরনের চকলেট বার। 

মাসিকের (পিরিয়ডের) ব্যথা মেয়েদের বেশ ভোগায়। কারো কারো ক্ষেত্রে ব্যাপারটা রীতিমতো অসহনীয়।

কিন্তু এবার মুশকিল আসান হিসেবে আবির্ভূত হয়েছে সুইজারল্যান্ডে তৈরি নতুন এক ধরনের চকলেট বার।  

আল্পস্‌ পর্বতের ১৭টি ভেষজ উপাদান দিয়ে তৈরি এই নতুন চকলেট। এ চকলেট খেলে পিরিয়ডের তীব্র ব্যথা অনেকখানি কমে যাবে-‘There's a new Swiss chocolate that helps ease period pains’

নতুন এই ভেষজ চকলেট বারকে ‘Women's Moon’ বলে অভিহিত করা হচ্ছে।

চকলেটটি তৈরি করেছে লুসার্নে ভিত্তিক একটি চকলেট কোম্পানি।

কোম্পানির মালিক মার্ক ভাইডনার ( Marc Widner) দাবি করেছেন, তাদের উদ্ভাবিত চকলেটটি মেয়েদের মাসিকের ব্যথা কমাতে সত্যিই চমকপ্রদ ফল দিচ্ছে।  

চকলেটটির নামকরণ করা হয়েছে ‘ফ্রাউয়েনমন্ড’ (Frauenmond')। জার্মান শব্দটির বাংলা করলে দাঁড়ায় ‘মেয়েদের চাঁদ’। মানে মাসিকের ব্যথামুক্তির জন্য মেয়েদের কাছে এটি আকাশের চাঁদের মতো আশির্বাদ বয়ে আনবে।  

চকলেটটির ৬০ শতাংশ উপাদান কোকা পাউডার আর বাকি ৪০ শতাংশ উপাদান আসবে ১৭টি ভেষজ গাছ-গাছড়া থেকে।      

মাসিকের ব্যথা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি এ চকলেট খেলে মেয়েরা বেশ কিছু স্বাস্থ্যগত সুবিধাও পাবেন। এটি শরীরে সেরোটোনিনের (serotonin) মাত্রা বাড়িয়ে দেবে। এর ফলে মাসিকের সময়টায় মেয়েদের মনও থাকবে চাঙ্গা।

শুধু মেয়েরা কেন, চাইলে পুরুষরাও ভেষজ চকলেটটির স্বাদ নিতে পারেন। তবে নতুন উদ্ভাবিত এই চকলেটের দাম বেশ চড়া। প্রতি ১০০ গ্রামের দাম পড়বে ১২ দশমিক ৫০ সুইস ফ্রাঁ।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।