ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাকৃবিতে দারিদ্র্য বিমোচন বিষয়ক সেমিনার সম্পন্ন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বাকৃবিতে দারিদ্র্য বিমোচন বিষয়ক সেমিনার সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দারিদ্র্য বিমোচনে গবেষণা সম্পর্কিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দারিদ্র্য বিমোচনে গবেষণা সম্পর্কিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে রিজিওনাল নেটওর্য়াক অন প্রোভার্টি ইরাডিকেশনের (রেনপার) সপ্তম আন্তজার্তিক সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
বিশেষ অতিথি ছিলেন-ময়মনসিংহ পূবালী ব্যাংক লিমিটেডের ডিজিএম মো. রফিকুল ইসলাম ও অ্যানিমেল হেলথ রেনেটা লিমিটেডের প্রধান মো. সিরাজুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সপ্তম ইন্টারন্যাশনাল রেনপার অর্গানাইজিং কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলেনটানের উপ উপাচার্য ও রেনপারের চেয়ারম্যান ড্যাটো ড. ইব্রাহীম বিন চি ওমর।

সেমিনারে ৬টি সেশনে ১৪১টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে ২০০ জন বিজ্ঞানী ও গবেষক এ সেমিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।