ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাকৃবিতে অ্যালামনাই ১৯৮৭-৮৮ ব্যাচের পুনর্মিলনী

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
বাকৃবিতে অ্যালামনাই ১৯৮৭-৮৮ ব্যাচের পুনর্মিলনী বাকৃবিতে অ্যালামনাই ১৯৮৭-৮৮ ব্যাচের পুনর্মিলনী-ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অ্যালামনাই ১৯৮৭-৮৮ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ১৯৮৭-৮৮ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হ্যালিপ্যাডে গিয়ে শেষ হয়।

এর আগে দুপুর ১২টার দিকে বেলুন উড়িয়ে অ্যালামনাই পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।


 
পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে পরিচয় পর্ব, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।