ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

‘আত্মীয়দের নয়, অন্যদের কাছ থেকে রক্ত নিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
‘আত্মীয়দের নয়, অন্যদের কাছ থেকে রক্ত নিতে হবে’ রক্তের যৌক্তিক ব্যবহার শীর্ষক সেমিনার/ছবি-বাংলানিউজ

ঢাকা: আমাদের দেশে কারো রক্তের প্রয়োজন হলে সাধারণত আত্মীয়দের কাছ থেকে প্রথম রক্ত নেওয়া হয়। কিন্তু এটি না করে অন্যদের বিশুদ্ধ রক্ত নেওয়া উচিৎ বলে জানিয়েছে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়নে ফাউন্ডেশনের ‘রক্তের যৌক্তিক ব্যবহার’ শীর্ষক সেমিনারে এ কথা জানানো হয়।  

ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. মনজুর মোর্শেদ সেমিনারে বলেন, ‘আমাদের দেশে রোগীর আত্মীয়দের রক্তকে প্রাধান্য দেওয়া হয়।

আত্মীয়দের রক্ত পরিহার করা উচিত। এছাড়া অধিক থ্যালাসিমিয়ায় আক্রান্ত যাদেরকে রক্ত না দিলেই নয়, শুধু তাদেরকে রক্ত দিতে হবে, সবাইকে নয়’।

সেমিনারে জানানো হয়, দেশে থ্যালাসিমিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ। এর মধ্যে ৬০ হাজার রোগী মারাত্মকভাবে আক্রান্ত। দেশের সাত শতাংশ মানুষ এটি বহন করছে, যেটিকে রোগ বলা যায় না।

সেমিনারে আরও জানানো হয়, প্রতি বছর থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হয়ে সাত হাজার শিশু জন্মগ্রহণ করছে।

সেমিনারে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধ‍ু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রক্ত সঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আসাদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমএইচকে/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।