ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভালুকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
ভালুকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় শক্তি ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।

শনিবার (০৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

এতে উপস্থিত ছিলেন, ডা. নাজমুন নাহার, ডা. নার্গিস জাহান শাপলা, স্বাস্থ্যকর্মী ফাতেমা চৌধুরী, শাহাদাৎ হাসান, প্যারামেডিক্স পারভীন আক্তার, হামিদা বারী ও শাহানাজ আক্তার প্রমুখ।

শক্তি ফাউন্ডেশনের ময়মনসিংহ এরিয়া সুপারভাইজার দিলীপ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র, রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ ডায়াবেটিকস পরীক্ষার মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন ও শক্তি ফাউন্ডেশনের সদস্যসহ প্রায় ১২শ’ মানুষের মধ্যে ৮০ হাজার টাকার ওষুধ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএএএম/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।