ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি জরুরি নম্বর সংযোজন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি জরুরি নম্বর সংযোজন

মৌলভীবাজার: শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবাকে আরো গতিশীল করতে আরো ৩টি জরুরি মোবাইল নম্বর সংযোজন করা হয়েছে। 

নম্বরগুলো হলো- ০১৭৩০-৪৬৮৪০৭ (জরুরি বিভাগ), ০১৭৩০-৪৬৮৪০৮ (প্রসূতি বিভাগ) এবং ০১৭৩০-৪৬৮৪০৯ (নার্স স্টেশন)। এ ছাড়াও আগের ০১৭৩০-৩২৪৭৩৯ মোবাইল নম্বরটি জরুরি স্বাস্থ্যসেবার জন্য ব্যবহৃত হবে।

 

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নতুন এ মোবাইল নম্বর সংযোজনের তথ্য জানানো হয়।  

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলী প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।