ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব ম্যালেরিয়া দিবসের মূল আয়োজন বান্দরবানে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
বিশ্ব ম্যালেরিয়া দিবসের মূল আয়োজন বান্দরবানে

বান্দরবান: বিশ্ব ম্যালেরিয়া দিবসের জাতীয় পর্যায়ের মূল আয়োজন হতে যাচ্ছে পার্বত্য জেলা বান্দরবানে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ দিবসের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা স্বাস্থ্য বিভাগ ওইদিন সকালে ৠালি, আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করবে।

বান্দরবানকে দেশের সবচেয়ে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।