ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পঞ্চম বছরে ‘কান পেতে রই’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
পঞ্চম বছরে ‘কান পেতে রই’ পঞ্চম বছরে ‘কান পেতে রই’

মানসিক সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধমূলক হেল্প লাইন ‘কান পেতে রই’ আগামী ২৮ এপ্রিল পঞ্চম বছরে পা রাখছে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা মানসিক সেবা দিয়ে থাকেন। বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যারা আত্মহত্যা রোধ ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

নানান আয়োজনে ২৮ এপ্রিল বিশেষ দিনটি উদযাপন করা হবে। যার মধ্যে ২৭ তারিখ বিকেল ৩টা থেকে ২৯ এপ্রিল রাত ৩টা পর্যন্ত একটানা হেল্প লাইন চালু থাকবে।

বিগত চার বছরে সংস্থাটি শুধু ফোন কলের মাধ্যমে ১২ হাজারের বেশি মানুষকে সেবা দিয়েছে।

‘কান পেতে রই’র প্রতিষ্ঠাতা ইয়েশিম ইকবাল বলেন, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে এর ব্যয় চালাতে হিমশিম খেতে হয়। তবে সরকারি-বেসরকারি সার্বিক সহায়তা পেলে এই কার্যক্রম আরও এগিয়ে নিতে পারবো।

হেল্প লাইন চালু থাকে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
নম্বর:
গ্রামীনফোনঃ ০১৭৭৯৫৫৪৩৯১, ০১৭৭৯৫৫৪৩৯২
এয়ারটেলঃ ০১৬৮৮৭০৯৯৬৫, ০১৬৮৮৭০৯৯৬৬
রবিঃ ০১৮৫২০৩৫৬৩৪
বাংলালিংকঃ ০১৯৮৫২৭৫২৮৬
টেলিটকঃ ০১৫১৭৯৬৯১৫০।
বিস্তারিত জানতে ওয়েব সাইট http://shuni.org।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।