ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডিপ্লোমা ফার্মাসিস্টদের ইফতার মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ডিপ্লোমা ফার্মাসিস্টদের ইফতার মাহফিল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল/ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিপিএ) উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ‍জুন) সন্ধ্যায় রাজধানীর পল্টনে ফেনী সমিতির কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডিপিএ'র কেন্দ্রীয় কমিটির সভাপতি খান মো. এসহাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. চৌধুরী মো. আনোয়ার। বিশেষ অতিথি বিএসএমএমইউ'র সহকারী পরিচালক ডা. মো. বশির আহমেদ জয়, ঢাকা মেডিকেলের প্যাথলজির বিভাগীয় প্রধান ডা. আজিজ আহমেদ খান, কমিটির সদস্যসহ অনেকে।

বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খান মো. এসহাক বলেন, আমাদের বিডিপিএ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে। দিকনির্দেশনা না পেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কিছু চাকরি না পেয়ে দিশেহারা। এ থেকে আমরা মুক্তি চাই। এজন্য আমাদের সংগঠনকে এগিয়ে নিতে সঠিক নেতৃত্বের প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. চৌধুরী মো. আনোয়ার বলেন, বিডিপিএ যেসব সমস্যায় ভুগছে তা আমাকে অবহিত করা হয়েছে। আমি প্রধান মন্ত্রীর মেডিকেল দপ্তরে সে বিষয়ে কথা বলেছি। আশা করি খুব দ্রুত সব সমস্যার সমাধান হবে।

ইফতারে কিছু আগে দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।