ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

অ্যাম্বুলেন্স অকেজো, দুর্ভোগে রোগীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
অ্যাম্বুলেন্স অকেজো, দুর্ভোগে রোগীরা অকেজো পড়ে থাকা অ্যাম্বুলেন্স। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স। ফলে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় এ সেবা থেকে।

গুরুতর অসুস্থ রোগীদের জেলা শহরে রেফার করা হলে তারাও পড়ছেন দুর্ভোগ-বিড়ম্বনায়। প্রাইভেট অ্যাম্বুলেন্স খুঁজতে সময় নষ্ট হওয়া ছাড়াও দরিদ্র রোগীর স্বজনেরা অর্থ সংকটে পড়ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দাশ বাংলানিউজকে জানান, অন্য একটি অ্যাম্বুলেন্স দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।