ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মশার যন্ত্রণা থেকে মিলবে চিরস্থায়ী মুক্তি!

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
মশার যন্ত্রণা থেকে মিলবে চিরস্থায়ী মুক্তি! মশার যন্ত্রণা থেকে মিলবে চিরস্থায়ী মুক্তি!

প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যুর কারণ মশা। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ম্যালেরিয়াসহ আরও অনেক মারাত্মক রোগের জীবাণু বহন করে এই প্রাণী।

ক্ষতিকর এই প্রাণীকে প্রতিহত করার জন্য এক অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে গুগলের স্বাস্থ্যসেবা বিভাগ। তাদের ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রায় দুই কোটি মশা পরিবেশে অবমুক্ত করতে যাচ্ছে গবেষকরা।

তারা বলছেন, স্টেরিল প্রজাতির এই পুরুষ মশাগুলোতে উলবাচিয়া নামক প্রজনন ক্ষমতা ধ্বংসকারী পরজীবী প্রবেশ করানো হবে। পরজীবী ধারণকারী মশাগুলো পরিবেশে অবমুক্ত হয়ে যখন অন্যান্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে, তখন ওই পরজীবী স্ত্রী মশার শরীরে প্রবেশ করবে। এর ফলে স্ত্রী মশাটি ডিম পাড়লেও, সেখান থেকে নতুন মশা জন্ম নেবে না।  

পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে, মানুষের দীর্ঘকালের এই শত্রুকে স্থায়ীভাবে দমন করা যাবে বলে মনে করা হচ্ছে।  

পরিকল্পনা অনু্যায়ী, গবেষকরা প্রতি সপ্তাহে এক লাখ মশা পরিবেশে অবমুক্ত করবে। এই কার্যক্রম চলবে ২০ সপ্তাহ।

এর আগে, ২০১৬ সালে পরীক্ষামূলকভাবে অল্প কিছু মশা ছেড়েছিলেন ক্যালিফোরনিয়ার গবেষকরা। এবার তারা একটি স্থায়ী ও কার্যকর সমাধানের লক্ষ্যে ২৫ গুণ বেশি মশা ছাড়তে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৭৪০, আগস্ট ০৩, ২০১৭
এনএইচটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।