ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কুড়িগ্রাম: কুড়িগ্রাম দুই শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

জেলার নয়টি উপজেলায় এক হাজার ৯শ’ ৪৯টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ২৫ হাজার শিশুকে নীল ও লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার (০৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম সদরের পলাশ বাড়ি কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. শাজাহান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।