ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা

ঝালকাঠি: যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন বেগবান করতে ঝালকাঠিতে শিক্ষকদের নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাটাব জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ড. শাওন বিন রহমান, নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল সরকার ও শিক্ষক জুয়েল আহম্মেদ।

সভায় যক্ষ্মা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয় বক্তারা।

বিভিন্ন বিদ্যালয়ের মোট ৩০জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এ মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।