ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

প্রতিবছর ৪০ হাজার কর্নিয়া সংগ্রহ করা সম্ভব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
প্রতিবছর ৪০ হাজার কর্নিয়া সংগ্রহ করা সম্ভব কর্নিয়াজনিত কারণে ৪০ হাজার মানুষ অন্ধ হচ্ছে

ঢাকা: দুই শতাংশ কর্নিয়া সংগ্রহ করা গেলে প্রতিবছর দেশে ৪০ হাজার কর্নিয়া সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান।

বুধবার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ সব তথ্য জানান।

২ নভেম্বর (বৃহস্পতিবার) ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০১৭’ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সন্ধানী।

অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বলেন, দেশে প্রতিবছর গড়ে ১০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে মাত্র দুই শতাংশ কর্নিয়া সংগ্রহ করা গেলে ৪০ হাজার কর্নিয়া সংগ্রহ করা সম্ভব। মরণোত্তর চক্ষুদান ও স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কর্মসূচি বাস্তবায়নে সরকারের সঙ্গে জনগণেরও অংশ গ্রহণ করা প্রয়োজন।

এজন্য স্বেচ্ছায় রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদান করতে মৃত্যুর পর মৃত ব্যক্তির স্বজনের কাছে স্ব উদ্যোগে কর্নিয়াদানের কথা বলার অভ্যাস করার আহ্বান জানানো তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।