ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

৮ বছরে পা রাখলো শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
৮ বছরে পা রাখলো শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের আয়োজনে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের করা হয়।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ এবার অষ্টম বছরের পা রেখেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের আয়োজনে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

 এতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিকেলে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।