ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
খাগড়াছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডের প্রচারাভিযানের অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
 
কর্মশালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে আলোচনা করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. শওকত হোসেন।

এসময় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও একটি পৌরসভার ৯৯০টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১১ হাজার ৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৪২৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য কর্মী, এফডব্লিউএসহ স্বেচ্ছাসেবক মিলে ১ হাজার ৯৮০ জন কর্মী মাঠে থাকবেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।