ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে ৮ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ময়মনসিংহে ৮ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ওরিয়েন্টেশন কর্মশালা

ময়মনসিংহ: ময়মনসিংহে আগামী শনিবার (২৩ ডিসেম্বর) পাঁচ বছরের নিচে সব শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (২০ ডিসেম্বর) এ কর্মসূচিকে সামনে রেখে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস।  

সকাল ১১টায় নিজ অফিসের সভাকক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. একেএম আব্দুর রব।

তিনি জানান, ময়মনসিংহের ১২টি উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৭ হাজার ৯১৬ জন শিশুকে আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৯১ হাজার ৩২০ জন শিশুকে আইইউ ক্ষমতা সম্পন্ন লাল ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেওয়া হয়েছে।  

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।  

কর্মশালায় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার, মেডিকেল অফিসার ডা. মীর আনোয়ার হোসেন, ডা. ইকবাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।