ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জের ২ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
হবিগঞ্জের ২ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের স্বাস্থ্যসেবায় যুক্ত হয়েছে অত্যাধুনিক দু’টি অ্যাম্বুলেন্স। এর একটি হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক হাসপাতাল ও অপরটি লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে নতুন দুই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা অাওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

পৃথকভাবে চাবি গ্রহণ করেন সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতীন্দ্র চন্দ্র দেব।

এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন সত্য জিৎ কুমার সাহা ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা নিখিল রঞ্জন সাহা বাংলানিউজকে জানান, সংসদ সদস্যের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অ্যাম্বুলেন্স দু’টি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।