ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বঙ্গবন্ধু নার্সেস পরিষদের আত্মপ্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
বঙ্গবন্ধু নার্সেস পরিষদের আত্মপ্রকাশ কামাল ও হান্নান

ঢাকা: আনন্দঘন পরিবেশে ‘বঙ্গবন্ধু নার্সেস পরিষদ’র আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়‍া হয়।

সভায় ঢাকা মেডিকেল হাসপাতালে নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র স্টাফ নার্স কামাল হোসেন পাটওয়ারীকে সভাপতি ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন সভাপতি মো. আব্দুল হান্নান মিয়াকে মহাসচিব করে ১০১ জনের একটি কমিটি গঠন করা হয়।

সভায় সব বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে ডিজিটাল স্বাস্থ্যসেবা সৃষ্টির লক্ষে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে উপস্থিত বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের নেতাদের কন্ঠভোটে তিন বছরের জন্য কামাল ও হান্নানকে নির্বাচিত করা হয়।

সভাপতি কামাল জানান, নার্সরা ২৪ ঘণ্টা রোগী সেবায় নিয়োজিত থাকেন। এ নতুন পরিষদের মূল উদ্দেশ্য রোগীদের আরো ভাল করে স্বাস্থ্যসেবার অঙ্গীকার।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নার্সদের কল্যাণে সব সময় তিনি এগিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।