ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।

বুধবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে পরিবার পরিকল্পনা অধিদফতরে উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।

মেলার দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দম্পতিদের কুইজ, রচনা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রায় ২০টি স্টল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসআর/এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।